

অনলাইনে রিভিউ দিয়ে বা লাইক-কমেন্ট করে সহজে আয় করার প্রলোভন দেখানো শুরু করেছে কিছু অসাধু ব্যক্তি বা প্রতিষ্ঠান। এরা বিয়ন্ড ব্রাকেট লি.-সহ অনেক কোম্পানির নাম, ঠিকানা, ওয়েবসাইট, মোবাইল নাম্বার ব্যবহার করে মানুষজনকে ধোঁকা দেয়ার চেষ্টা করছে।
যারাই আমাদের কোম্পানীর নাম, ওয়েবসাইট, মোবাইল নাম্বার, ঠিকানাযুক্ত এরকম মেসেজ পেয়েছেন বা পাবেন, তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আমাদের কোম্পানি কখনোই এধরনের কোনো জব অফার করেনা।
আরো জানানো যাচ্ছে যে, বিক্রয় এবং নিয়োগ সংক্রান্ত বিষয়ে Beyond Bracket Ltd থেকে শুধুমাত্র 01790-111871 নাম্বার এবং support@beyondbracket.com থেকে যোগাযোগ করা হয়। অতএব, আমাদের নাম নিয়ে অন্য কোন নাম্বার বা ইমেইল থেকে যোগাযোগ বা জব অফার করা হলে সেসব ফেইক/স্ক্যাম হিসেবে গণ্য করুন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা নিন।
উল্লেখ্য, ইতিমধ্যে আমরা আইনী ব্যবস্থা নিয়েছি যা নিচের লিংকে ক্লিক করে দেখে নেওয়া যাবে ।